নওগাঁর আত্রাইয়ে গোয়াল ঘর থেকে ৫টি গরু-ছাগল চুরি
নওগাঁর আত্রাইয়ে গোয়াল ঘরের তালা কেটে চারটি গরু এবং একটি ছাগল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২ ডিসেম্বর) দিনগত গভীর রাতে উপজেলার চকবলরাম গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোজাফ্ফর হোসেনের গোয়াল ঘর থেকে গরু-ছাগলের চুরির এই ঘটনা ঘটে। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গৃহকর্তা মোজাফ্ফর হোসেন জানান,বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে গরু-ছাগল রেখে তাল দিয়ে ঘুমিয়ে পরেন। এর পর রাত অনুমান ১টা নাগাদ ঘুম থেকে জেগে গোয়াল ঘরে গরু-ছাগল দেখে আবারো ঘুমিয়ে পরেন। ফজরের নামাজের পর গোয়াল ঘরে গিয়ে দেখতে পান চোরেরা তালা কেটে চারটি গরু এবং একটি ছাগল চুরি করে নিয়ে গেছে। গরু-ছাগলের দাম আনুমানিক ছয় লক্ষাধীক টাকা হবে বলে জানিয়েছেন মোজাফ্ফর হোসেন।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এঘটনায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন গৃহকর্তা মোজাফ্ফর হোসেন। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে গরু-ছাগল উদ্ধার এবং জরিতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন