ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালন

আজ ৩রা ডিসেম্বর। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাকিস্তানি হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ২ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধাদের প্রাণপণ লড়াইয়ের মুখে পাকিস্তান হানাদার বাহিনী পিছু হটতে বাধ্য হয়। অবশেষে ৩ ডিসেম্বর ভোররাতে শত্রুমুক্ত হয় পীরগঞ্জ। চৌরাস্তায় উড়ানো হয় বিজয় পতাকা উড়িয়ে।

দিবসটি পালনে সকালে পীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা হয়।

উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় এতে বক্তব্য দেন, সাবেক এমপি জাহিদুর রহমান, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, বীরমুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, ঠাকুরগাঁও আইনীবী সমিতির সভাপতি জয়নাল আবেদিন, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া।

থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর বাবলুর রশিদ, উপজেলা সিপিবির সভাপতি প্রভাত সমীর শাহজাহান আলম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, প্রমূখ।

এতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেয়।