শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে কুড়িগ্রামে প্রস্তুতিসভা
শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কুড়িগ্রাম নুসরাত সুলতানা।
সভায় পুলিশ সুপার কুড়িগ্রাম মোঃ মাহফুজুর রহমান,জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক উত্তম কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বিএম কুদরত ই খুদা, বীর প্রতিক আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন।
সভায় যথাযোগ্য মর্যাদায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয দিবস পালন করতে কয়েকটি উপ কমিটি গঠন করা হয়।
এ সময় জেলা প্রশাসক কুড়িগ্রাম নুসরাত সুলতানা বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে এবারে আমাদেরকে দিবস দইটি পালন করতে হবে। আমরা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের সন্মানিত করা সহ কর্মসূচিগুলো যথাযোগ্য মর্যাদায় পালন করতে সকরের সহযোগিতা চাই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন