খাগড়াছড়ির রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মারিশ্যা জোন
খাগড়াছড়ি-পার্বত্য জেলার রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মারিশ্যা জোন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) খাগড়াছড়ি স্টেডিয়ামে ফাইনালে মহালছড়ি জোনকে ২-১গোলে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় মারিশ্যা জোন।
শিরোপা মঞ্চে ম্যাচের পঞ্চম মিনিটে মঞ্জুরুল আলমের গোলে মারিশ্যা লিড পায়। ২০মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মঞ্জুরুল। মহালছড়ি প্রথমার্ধে গোল না পেলেও ৫৫মিনিটে ব্যবধান কমায়। পরে আক্রমণ-প্রতি আক্রমণে খেলা গড়ালেও গোলের দেখা মেলেনি আর। ২-১গোলে জয় নিশ্চিত করে মারিশ্যা জোন।
খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো: আমান হাসান, এসপিপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রপি বিতরণ করেন। ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো: আমান হাসান ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার ও নগদ অর্থ তুলে দেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, সদর জোন কমান্ডার লে. কর্ণেল আবুল হাসনাত জুয়েল, ডিজিএফআই খাগড়াছড়ি জেলা শাখার কমান্ডার কর্ণেল আব্দুল্লাহ মো: আরিফ, এএফডব্লিউসি, পিএসসি।
জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, সিভিল সার্জন ডা.মোহাম্মদ ছাবের হোসেন, ২৭বিজিবি মারিশ্যা এর অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আতিকুর রহমান, ৫৭ইবি মহালছড়ি এর অধিনায়ক লে. কর্ণেল শাহরিয়ার সাফকাত ভূঁইয়া, ৩০বীর খাগড়াছড়ি এর অধিনায়ক লে. কর্ণেল আবুল হাসনাত, পিএসসি প্রমুখ।
চ্যাম্পিয়ন দলকে ট্রফি সাথে ১লক্ষ টাকা এবং রানার্সআপ দলকে ট্রফি ও ৫০হাজার টাকা দেয়া হয়। অনুষ্ঠানে সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতাকে ক্রেস্ট দেয়া হয়।
অনুষ্ঠানে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবলার মনিকা চাকমা ও জাতীয় অনূর্ধ্ব-২০ দলের গোলরক্ষক মোহাম্মদ আসিফকে খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপহার হিসেবে নগদ অর্থ দেয়া হয়।
খাগড়াছড়ি রিজিয়ন এর আয়োজনে জেলা স্টোডিয়ামে খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন