স্বৈরাচারের পতন হলেও এদেশে নব্য শত্রু জন্ম নিয়েছে : এ্যাড রুনা লায়লা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে মহিলাদলের প্রত্যাকটি নেতাকর্মীদের মাঠে নামার জন্য প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর মহিলাদলের সদস্য সচিব এ্যাড রুনা লায়লা।
তিনি বলেন,আমাদের যুদ্ধ কিন্তু এখনও শেষ হয়নি,স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও দেশে কিছু নব্য শত্রু জন্ম নিয়েছে। এই নব্য শত্রুদের মোকাবেলা করা কিন্তু শেখ হাসিনার চেয়েও কম নয়।
শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় রুপনগরের দোয়ারীপাড়ায় ঢাকা মহানগর উত্তর এর রুপনগর থানা মহিলাদলের সাংগঠনিক সভায় প্রধান বক্তার বক্তব্যে এ্যাড রুনা লায়লা এসব কথা বলেন।
এ্যাড রুনা বলেন,১৭ বছরের আন্দোলন সংগ্রামের সফলতার হিসেবে গত জুলাই আগষ্টের ছাত্র জনতার গণআন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও আমরা কিন্তু এখনও পরিপূর্ণ গণতন্ত্র পাইনি।পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা পেতে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।এজন্য মনে রাখতে হবে আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমরা এখনও দেশে ফিরিয়ে আনতে পারিনি।তারেক রহমানকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত আমাদের এ সংগ্রাম চলবে।
তিনি আরও বলেন,বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে আমাদেরকে জনগনের কাছে যেতে হবে, মানুষের বাড়ীতে বাড়ীতে ঘরে ঘরে গিয়ে বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা জনগণের কাছে তুলে ধরতে হবে।বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কি কি উদ্যোগ নিবে-তা জনগণের কাছে গিয়ে তাদের অবহিত করতে হবে। এর সব কিছুই আমাদেরকে ধৈর্য্য, বুদ্ধি এবং সহমর্মিতা নিয়েই জয় করতে হবে।
এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর মহিলাদল সদস্য তাহমিনা শাহীন,রুপনগর থানা মহিলাদল আহবায়ক শিল্পী আক্তার সদস্য সচিব শিল্পী আক্তার, পল্লবী থানা আহবায়ক লাকী রহমান সদস্য সচিব সৈয়দা দিলারা ইসলাম পলি প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন