সিলেটে আজকালের আলো সাহিত্য সম্মাননা ২০২৪ অনুষ্ঠিত

সিলেটে আজকালের আলো সাহিত্য সম্মাননা ২০২৪ইং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ ডিসেম্বর ২৪ইং) বেলা ৪টায় আলো মিডিয়া গ্রুপ ঢাকা কর্তৃক আয়োজিত সিলেট উপশহরস্থ একটি কনফারেন্স হলে ‘‘ কবিদের কলমে চলমান থাকুক কাব্য, বাঁচুক কবি’’ শ্লোগানে সিলেট সহ দেশ জুড়ে ৬ জন কবিকে সম্মাননা প্রদান করা হয়।

এ সময় সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকোর্টের আইনজীবী, মানবাধিকার কর্মী কবি ও সাহিত্যক ডক্টর মো. বদরুল আলম সোহাগ।
তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন- সাহিত্য একটি জাতির চেতনাকে ধারণ করে এবং তার সংস্কৃতি ও ঐতিহ্যকে সংরক্ষণ করে। আজ এই সাহিত্যে মঞ্চে আমরা সম্মান জানাতে একত্র হয়েছি এমন গুণী সাহিত্যিকদের, যারা তাঁদের সৃষ্টির মধ্য দিয়ে আমাদের মনকে সমৃদ্ধ করেছেন।

তাদের নিরলস প্রচেষ্টা ও সৃষ্টিশীলতাই আমাদের সমাজকে আলোকিত করেছে।

এই সম্মাননা শুধুমাত্র তাদের ব্যক্তিগত অর্জন নয়, এটি আমাদের সমগ্র সাহিত্য জগতের একটি উদযাপন। আমি বিশেষ ভাবে কৃতজ্ঞ আয়োজক সংগঠনের প্রতি, যারা এমন একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন।

আমি বিশ্বাস করি, সাহিত্যচর্চা ও এ ধরনের সম্মাননার মাধ্যমে আমরা তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে পারব, যারা ভবিষ্যতে আমাদের সাহিত্য জগতকে আরও সমৃদ্ধ করবে।
সবশেষে তিরি পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানাচ্ছি এবং তাদের সৃষ্টিশীল যাত্রার সাফল্য কামনা করছি। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানাই।

কবি ও সাহিত্যিক হাফিজুল ইসলাম লস্কর এর পরিচালনায় আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক আহমেদ হোসাইন ছানু’র সভাপতিত্বে সিলেটে ৬ জন কবিকে আজকালের আলো সাহিত্য সম্মাননা ২০২৪ প্রদান করা হয়। শুক্রবার বেলা ৪টায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইয়াকুব আলী তুহিন।

উক্ত সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক ও বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম রুমন। তিনি তার বক্তব্যে বলেন, সাহিত্য চর্চা ও কবিদের কলমের লেখনির দ্বারা লেখকদের চিন্তা কলমের ছোঁয়ায় সমাজের পরিবর্তন ঘটবে, নতুন প্রজন্ম শিক্ষা অর্জন করবে জাতি সমৃদ্ধ হবে। সাহিত্য চর্চার মাধ্যমে সৃষ্টি হবে নতুন প্রতিভাবান লেখক।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- সিলেট জেলা কর আইনজীবী সমিতির সমাজ কল্যাণ সম্পাদক, মো. জহিরুল ইসলাম রিপন, সাপ্তাহিক ইউনানী কন্ঠ পত্রিকার সম্পাদক আক্তার হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার বার্তা সম্পাদক রুহুল ইসলাম মিঠু,ব্যবস্থাপনা সম্পাদক কবি নুরুদ্দীন রাসেল,সিলেট সিটি প্রেসক্লাবের অন্যতম সদস্য সাংবাদিক নিজাম উদ্দিন, বৈচিত্র্যময় সিলেট পত্রিকার হবিগঞ্জ নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি বাদল আহমদ, সাংবাদিক কামাল আহমদ, সাংবাদিক তোফায়েল আহমদ, ব্যবসায়ী নাজিম উদ্দিন, সাংবাদিক ইসমাইল আলী টিপু প্রমুখ।

আলো মিডিয়া গ্রুপ ঢাকা কর্তৃক আয়োজিত সিলেটে আজকালের আলো সাহিত্য সম্মাননা ২০২৪ইং অনুষ্ঠানে যারা সম্মাননা গ্রহণ করেন তারা হলেন সিনিয়র কবি ও সাহিত্যিক মিজানুর রহমান মিজান, কবি ও সংগঠক মোহাম্মদ আরজু মিয়া, সাংবাদিক কবি ও সাহিত্যিক হাফিজুল ইসলাম লস্কর, কবি অজিত কুমার সিংহ, কবি ও সংগঠক মোহাম্মদ শামিম মিয়া, কবি ও সাংবাদিক ইয়াকুব আলী তুহিন কে সম্মাননা গ্রেস্ট তুলেন প্রধান অতিথি হাইকোর্টের আইনজীবী, মানবাধিকার কর্মী কবি ও সাহিত্যক ডক্টর মো. বদরুল আলম সোহাগ সহ অন্যান্য অতিথিবৃন্দ।