গৌরীপুর মুক্ত দিবস উপলক্ষে অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত

মহান মুক্তিযুদ্ধে আমাদের স্বাধীনতা ও বিজয় অর্জনের পেছনে লম্বা ইতিহাস রয়েছে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ।

গৌরীপুর মুক্ত দিবস উপলক্ষে রোববার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

মো. শাকিল আহমেদ বলেন,‘মহান মুক্তিযুদ্ধে আমাদের স্বাধীনতা ও বিজয় অর্জনের পেছনে রয়েছে লম্বা ইতিহাস। আমাদের শোষণের ইতিহাস রয়েছে, বৈষম্যের ইতিহাস রয়েছে। আমাদের যোগ্যতা থাকার পরেও আমাদেরকে সেনাবাহিনীর কোন বড় অফিসার করা হয়নি। আমাদের তৃতীয় শ্রেণির বা চতুর্থ শ্রেণির নাগরিক করে রাখা হয়েছিল দীর্ঘ ২৩ বছর। তারই ধারাবাহিকতায় আমাদের বীরমুক্তিযোদ্ধারা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে দেশকে শত্রুমুক্ত করেছিল। পৃথিবীর ইতিহাসে এতো বড় প্রাণহানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কেবল বাংলাদেশেই হয়েছে। একটা দেশ, একটা ভূখন্ড মুক্ত করতে গিয়ে ৩০ লাখ লোক শহীদ হয়েছে পৃথিবীর ইতিহাসে নজির নেই’।

উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুবের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, ইসলামাবাদ ফাযিল মাদরাসার অধ্যক্ষ রুকন উদ্দিন, অচিন্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জায়েদুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ বিপ্লব, যুগান্তর প্রতিনিধি রইছ উদ্দিন প্রমুখ।