বগুড়ার শিবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

বগুড়ার শিবগঞ্জে “নারী-কন্যার সুরক্ষা করি সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই শ্লোগানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় দিবসটি উপলক্ষে র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এসএম রুহুল আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা আল আমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, সমবায় কর্মকর্তা রাজিয়া সুলতানা, পল্লী বিমোচন কর্মকর্তা হাশেম আলী, তথ্য সেবা কর্মকর্তা রাবেয়া খাতুন, মহিলা বিষয়ক অধিদপ্তরের সাবলু মিয়া, হেলাল উদ্দিন প্রমূখ।

আলোচনা সভা শেষে জয়িতা অন্বেষণে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা লাকী আক্তার, সফল জননী নারী ক্যাটগরীতে শাহানা বেগম, সামাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে মোহছেনা আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরিতে রাবেয়া সুলতানা কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।