ঠাকুরগাঁওয়ে মহিলা সমিতির উদ্যোগে বেগম রোকেয়া দিবস পালিত

“আলোর দিশারী জ্ঞানের দিশারী ছুয়েছে সবার হিয়া আঁধার বিনাশী অবিনাশী তুমি বেগম রোকেয়া” এই স্লোগানে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস পালন করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় আশ্রমপাড়াস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে এ বিষয়ে আলোচনা সভা, প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করাহয়।

ঠাকুরগাঁও মহিলা সমিতির আয়োজনে অনুষ্ঠিত সভায় সমিতির সভানেত্রী লিলি মনোয়ারার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপি’র সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ মামুন, জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস, জেলা যুবদলের সভাপতি মাহেবুল্লাহ আবু নুর চৌধুরী।

সাবেক কমিশনার শফিকুল এনাম পারভেজ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইয়াসমিন আরা পারভীন রোজি। বক্তারা তাদের বক্তব্যে মহান মহীয়সী নারী বেগম রোকেয়ার জীবনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পরে নারী উদ্যোক্তাদের নিজস্ব পণ্যগুলো প্রদর্শনী শেষে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।