নওগাঁর বদলগাছী উপজেলা কৃষক দলের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন
নওগাঁর বদলগাছীতে উপজেলা কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গরীব ও অসহায় দুই শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বদলগাছী উপজেলা কৃষক দল।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটায় জহুরুল ইসলামের সভাপতিত্বে বদলগাছী চারমাথা এলাকার বিএনপির অস্থায়ী পার্টি অফিসে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। উপজেলার কয়েকটি এলাকার ২ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল বলেন, মানবিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে। আপনারা জানেন, গত কয়েক দিন থেকে শীতের তীব্রতায় জন জীবন কাবু। অসহায় ও হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে শুধু উপজেলা কৃষক দল নয়, সমাজের বিত্তশালীদেরও শীতার্তদের পাশে দাঁড়াতে হবে। তাহলেই মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।
তিনি আরো বলেন, মেড্যাম খালেদা জিয়া যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তখন প্রতিটি কৃষকের পাঁচ হাজার টাকা ঋন মওকুফ করেন। শুধু তাই নয়, আমাদের সুজলা-সুফলা দেশের প্রধান উৎস কৃষি। কৃষি নির্ভর দেশে প্রতিটি কৃষক যেন ফসলের ন্যায্য দাম পায় তা নিশ্চিতে কাজ করছে কৃষক দল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদি টিপু চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মো.জাকির হোসেন চৌধুরী,সাংগঠনিক সম্পাদক মো. রবিউল হাসান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন