দিনাজপুরের বীরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

দিনাজপুরের বীরগঞ্জ পৌর প্রেসক্লাবে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পৌর প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পৌর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়া পত্রিকার উপজেলা প্রতিনিধি মীর কাসেম লালু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি সোহেল আহমেদ।

বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে পাক হানাদার বাহিনী দেশকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে দেশের বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলীসহ সমাজের আলোকিত মানুষদের নির্মমভাবে হত্যা করে। তাদের এই ঘৃণ্য হত্যাকাণ্ড জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে আত্মদানকারী এই কৃতিসন্তানদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পৌর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক খোলা কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ হাসান জুয়েল, দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি নুর আলম সিদ্দিকী বাবু, বীরগঞ্জ নিউজ টুয়েন্টিফোর অনলাইন পত্রিকার সম্পাদক অধ্যাপক নীল রতন সাহা নিপু, দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেন এবং দৈনিক সকালের বাণী পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন ও আলোচনা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।