পিরোজপুরে ইঁদুর নিধন অভিযানে পুরস্কার পেলেন রবিন্দ্র নাথ বালা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের জানখালী গ্রামের রবিন্দ্র নাথ বালা ৪ হাজার ৫০০টি ইঁদুর মেরে পুরস্কার পেয়েছেন। এ পর্যন্ত ৪ বার পুরস্কার পেয়েছেন তিনি। এরমধ্যে ২০১২ সালে বরিশাল অঞ্চলে নবম, ২০২১ সালে উপজেলা পর্যায়ে ১ম, ২০২২ ও ২০২৩ সালে বরিশাল অঞ্চলে ৪র্থ স্থান অর্জন করেছেন।

২০২৩ সালের ইঁদুর দমনের চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে এ বছরের ২৪ অক্টোবর পুরস্কার বিতরন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের উপপরিচালক কৃষিবিদ ড. মো. নজরুল ইসলাম সিকদার কৃষক রবিন্দ্র নাথ বালার হাতে ক্রেস্ট,সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন।

বরিশাল অঞ্চলে কৃষক পর্যায়ে পুরস্কৃত অন্যরা হলেন-বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামের কৃষক মো.জাহাঙ্গীর তালুকদার,ঝালকাঠির নলছিটি উপজেলার খাজুরিয়া গ্রামের মো. বাবু মিয়া,পটুয়াখালীর গলাচিপা উপজেলার হরিদেবপুর গ্রামের মো. আক্তার মৃধা,বরগুনার পাথরঘাটা উপজেলার কাটাখালী গ্রামের মো.পল্টু মিয়া এবং ভোলার চরফ্যাশন উপজেলার পশ্চিম এওয়াজপুর গ্রামের অরবিন্দু বংশী।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে এছাড়াও রয়েছে ৩ জন উপসহকারী কৃষি কর্মকর্তা,১টি শিক্ষা প্রতিষ্ঠান ও ১টি উপজেলা কৃষি অফিস।