রাজশাহীর গোদাগাড়ীতে মহান বিজয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
রাজশাহীর গোদাগাড়ীতে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা,পৌর প্রসাশন ও পাবলিক লাইব্ররীর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় গোদাগাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আব্দুল হায়াতের সভাপতিত্বে প্রীতি ম্যাচ খেলা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আনোয়ারুল ইসলাম চৌধুরী,উপজেলা সহকারী ভুমি শামসুল ইসলাম গোদাগাড়ীপৌর যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান বিপ্লব, ডাইংপাড়া বনিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলন। এ সময় উপস্থিত সাবেক ছাত্রনেতা কবির উদ্দীন, মমিনুল ইসলাম রনক।
খেলায় উপজেলা,পৌর প্রসাশন ০১-০১পাবলিক লাইব্ররীর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচটি ড্র করে। এতে রেফারী দায়িত্ব পালন করে গোদাগাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক খাদেমুল ইসলাম কনক।
এর আগে সকালে পাবলিক লাইব্ররীর উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করে। খেলায় অংশ গ্রহনকারীদের পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি।
প্রধান অতিথিমেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দীন বলেন, স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ বিজয় লাভ করেছে। আজ বিজয় দিবস আমাদের আনন্দের দিন। তিনি আরো বলেন,তরুণদের মাদক থেকে রক্ষা করতে হলে খেলাধুলার কোন বিকল্প নাই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন