রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে আড়ম্বরপূর্ণ বিজয় মেলা

রাঙামাটির জেলা প্রশাসনের আয়োজনে শহরের জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গনে শুরু হয়েছে ৩ দিনব্যাপী বিজয় মেলা।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। উদ্বোধন শেষে মেলার স্টল প্রদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ ও পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন।

বিজয় মেলায় প্রতিদিন দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ৪০টি স্টলে নানা রকমের নারী, পুরুষ ও বাচ্চাদের পোশাক, হস্ত শিল্প, কুটির শিল্প, শিশুদের খেলনা, রকমারি খাবার, নারীদের সাজসজ্জার জিনিসপত্র ও নানান জিনিসপত্র নিয়ে পশরা সাজিয়েছে দোকানিরা।

মেলায় এই প্রথম স্টল ফি ছাড়া ঘর বরাদ্দ নিতে পেরে ও মেলা অনুষ্ঠিত হওয়ায় খুশি হয়েছে উদ্যোক্তারা। মেলার বেচাবিক্রি নিয়ে স্টল মালিকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, মেলায় বেশ ভালো বিক্রি হয়েছে।

১৬ ডিসেম্বর হতে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত তিন দিনব্যাপী বিজয় মেলা প্রতিদিন সকাল ৯ টা হতে রাত ৮ পর্যন্ত খোলা থাকবে।