যশোরের রাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) এ উপলক্ষে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ১০টায় পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠান হয়েছে।

সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ কামাল তুষারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- প্রধান শিক্ষক জনাব এ.কে.এম ইউনুস আলম। এছাড়াও বক্তব্য দেন- সিনিয়র শিক্ষক মো. রবিউল ইসলাম, উত্তম কুমার পাল, মো. নূরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠ ও রাজগঞ্জ মডেল মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব তাদের অফিস কক্ষে সকাল ১০টায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে। রাজগঞ্জ গোল্ডেন সান প্রি-ক্যাডেট স্কুল রাজগঞ্জ মুক্ত মঞ্চে দিনব্যাপী এক সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে।