নওগাঁর পত্নীতলায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে ক্রিড়া প্রতিযোগীতা

নওগাঁর পত্নীতলায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার পত্নীতলার আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বুধবার উপজেলা চত্বরে ক্রীড়া প্রতিযোগীতা শেষে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত ক্রীড়া অনুষ্ঠান শেষে জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণার্থী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আলিমজ্জামান মিলন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার ফিরোজ আল-মামুন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মনোরঞ্জন পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়ক আমিনুল হক, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষক বিলকিস বেগম সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণার্থীবৃন্দ প্রমুখ।