নেত্রকোনার মদনে ৩৬ বছর পর খাস জমি বুঝিয়ে দিলেন এসিল্যান্ড

নেত্রকোনার মদনে প্রভাবশালীদের দখলে থাকা সরকারি খাস জমি ৩৬ বছর পর বুঝিয়ে দিল সহকারি কমিশনার ভূমি মোঃ মাসুদুর রহমান। বৃহস্পতিবার উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের গোবিন্দশ্রীর গ্রামের ১৩টি দরিদ্র পরিবারের মধ্যে ১০ একর জমি সীমানা পরিমাপ করে প্রত্যেককে বুঝিয়ে দেন।

জানা যায়, ১৯৮৮-৮৯ সালে ভূমিহীন পরিবারকে বন্দোবস্ত দেয় সরকার। পরিবার গুলোর আবেদনের প্রেক্ষিতে গোবিন্দশ্রী গ্রামের সুজন বাজারের সামনে ১০ একর জমি ৩৬ বছর যাবৎ প্রভাবশালী মহল জমিটি দখলে রাখে।

অসহায় পরিবার গুলো দীর্ঘদিন যাবৎ প্রভাবশালীদের দাফটে মুখ খুলতে পারেনি। অবশেষে পরিবার গুলো দারস্ত হয় উপজেলা প্রশাসনের নিকট। এমন অভিযোগ পেয়ে নবাগত সহকারি কমিশনার ভূমি ছুটে যান গোবিন্দশ্রী হাওরে। কাগজপত্র যাচাই বাছাই করে দেখা যায় অসহায় পরিবার গুলো ৩৬ বছর পূর্বে সরকারের নিকট থেকে ভূমিহীন হিসেবে বন্দোবস্ত নেয়।

এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গদের নিয়ে এ জমি উদ্ধার করেন সহকারি কমিশনার ভূমি মোঃ মাসুদুর রহমান। জমি পেয়ে দরিদ্র পরিবার গুলো মহা খুশী।

মদন উপজেলার সহকারি কমিশনার ভূমি মোঃ মাসুদুর রহমান বলেন, ৩৬ বছর যাবৎ এ জমিটি একটি প্রভাবশালী মহলের দখলে ছিল। দরিদ্র পরিবার গুলো আমাদের নিকট এ ব্যাপারে অভিযোগ দায়ের করলে অভিযোগটির সত্যতা পাওয়া যায়। আজ বৃহস্পতিবার আমি নিজে, সার্ভেয়ার ও ইউনিয়ন উপ-সহকারী ভূমিকে নিয়ে জমির পরিমাপ করে দরিদ্র পরিবার গুলোর মধ্যে দখল বুঝে দেই।