নওগাঁর ১নং ভাঁরশো ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

সারাদেশের ন্যায় মান্দা উপজেলায়ও বাংলাদেশ সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সু-সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে নওগাঁর মান্দা উপজেলার ১ নং ভাঁরশো ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে উপজেলার ভাঁরশো ইউনিয়নের ঐতিহাসিক পাকুড়িয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল কৃষক সসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভাঁরশো ইউনিয়ন কৃষক দলের সভাপতি সোহরাব হোসেন। উক্ত কৃষি সমাবেশ প্রধান অতিথি ছিলেন মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে।

এবং প্রধান বক্তা হিসেবে বক্তৃতা রাখেন মান্দা উপজেলা সাবেক চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক একরামুল বারী টিপু। বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষক দলের আহ্বায়ক এমদাদুল হক সুলতান ও মান্দা উপজেলার কৃষক দলের সদস্য সচিব মোঃ-রেজানুর হোসেন, উপজেলা কৃষকদলের আহবায়ক তিনি কৃষক সমাবেশের উদ্দেশ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লিখিত বক্তৃতা পড়ে শোনান।।

উক্ত সমাবেশ মান্দা উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ সুলতান হোসেন মন্ডল বলেন, “কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কেন্দ্রীয় প্যাকেজিং হাউস প্রকল্পের ছয়তলা ভবন নির্মাণ করেই আওয়ামীপন্থি ঠিকাদারি প্রতিষ্ঠান ১৫৮ কোটি টাকা আত্মসাৎ করেছিল। সুবিধাবঞ্চিত কৃষকদের বিনামূল্যে ধানের চারা রোপণের রাইস ট্রান্সপ্লান্টার, কম্বাইন্ড হারভেস্টার, বালাইনাশক, সার ইত্যাদি কৃষকদের দেওয়া হলেও আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়া কেউ পায়নি।

কোটি কোটি টাকা আত্মসাতের মাধ্যমে কৃষি খাতকে ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, ২০২২ সালে সেচের পানি না পেয়ে রাজশাহীতে রবি ও অভিনাথ মাড়ান্তি আত্মহত্যা করেন। সেচ পাম্প স্থাপনে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের ফসলের জমিতে ফাঁসির মঞ্চ বানিয়ে আত্মহত্যা করেন শেরপুরের নালিতাবাড়ীর কৃষক শফিউদ্দিন।

বিগত ফ্যাসিস্ট সরকারের নজিরবিহীন লুটপাট এবং দুর্নীতির কারণে জার্মানি থেকে প্রকাশিত গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস ২০২৪ বাংলাদেশকে বিশ্বের প্রথম সারির খাদ্য নিরাপত্তাহীন ১০টি দেশের মধ্যে অষ্টম স্থান।”এ সময় আরও উপস্থিত ছিলেন, যুন্গ আহবায়ক শাহিন উদ্দিন, মামুনুর রশিদ, রফিকুল ইসলাম, সহ প্রমুখ, উপজেলার কৃষক দলের বিভিন্ন নেতাকর্মী ও সাধারণ কৃষকরা, সহ উপজেলার কৃষক দলের বিভিন্ন নেতাকর্মী ও সাধারণ কৃষকরা উপস্থিত ছিলেন।