নওগাঁয় ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক ক্রিকেট ফোরাম কমিটি গঠন

নওগাঁ জেলা ৭ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক ক্রিকেট ফোরাম কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার শুক্রবার সন্ধা ৭,০০ টায় নওগাঁ একটা স্হানীয় হোটেল আয়জনের হল রুমে, নওগাঁর সাবেক ও বর্তমান ক্রিকেট খেলোয়ারদের নিয়ে একটা আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আলোচনা শেষে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ও ৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

এই আলোচনা সভায় অংশ গ্রহন করেন নওগাঁ জেলার সাবেক ও বর্তমান খেলোয়াড় গন। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক ক্রিকেট খেলোয়াড় ও নওগাঁ জেলার প্রধান হিসাব রক্ষক অফিসার খান মোঃ মাজাহারু ইসলাম, বিসিবির বর্তমান কোচ, মোঃ সেলিম হোসেন সাবু, মীর আহম্মেদ আলী টুকু প্রমূখ। ক্রিকেট পরিচালনা সভা করেন,সাবেক ক্রিকেটার মোঃ রুহুল কুদ্দুস পলাশ।৷

এ সময় নওগাঁর সোনালী ইতিহাস তুলে ধরেন,বিনা প্রশিক্ষনে নওগাঁ জেলা থেকে ৭ জন খেলোয়াড় রাজশাহী বিভাগীয় টিমে খেলার সুযোগ পায়। সেই সময় খেলোয়াড়দের জন্য খেলার তেমন কোন সামগ্রী ছিল না। আজ প্রায় ১১ বৎসর গত হতে চলছে নওগাঁতে কোন ক্রিকেট টুর্ণামেন্ট হয় নাই। এটা আমাদের জন্য বড় লজ্জা জনক।

উপস্থাপক পলাশ বলেন উনুর্ধ ১৮, তারা ডিভিশন পর্যায়ে ভালো খেলেছে, আমরা নওগাঁ ক্রিকেট ফোরামের পক্ষে তাদের সম্মর্ধনা দেওয়া হবে। এই সম্মর্ধনা ও সন্মননা দেখে আরও নতুন খেলোয়াড় যেন নওগাঁতে তৈরি হয়। এই সংগঠনে কোন রাজনৈতিক গন্ধ থাকবে না এটা হবে শুধু ক্রিকেট খেলোয়াড়দের সংগঠন এবং আমরা একটা ফান্ড তৈরি করবো আগামী দিনে যদি কোন খেলোয়াড় কোন চিকিৎসা বা অর্থনৈতিক সমস্যায় ভোগে আমরা এই ফান্ড থেকে সহযোগিতা করবো।

আলোচনা শেষে, সর্বসন্মতি ক্রমে ৭ সদস্য বিশিষ্ট একটা আহবায়ক কমিটি ও ৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠিত হয়।বক্তব্যে সঞ্চালক পলাশ আরও বলেন আজ যদি কমিটি তৈরি না হয় কয়েক দিন পরে আস্তে আস্তে মানুষ হারিয়ে যাবে, আর কোন খেলোয়াড় খুঁজে পাওয়া যাবে না এবং আমাদের একটা অর্থনৈনিক ফান্ড তৈরি করতে হবে। সাবেক ক্রিকেটার নয়ন আহবায়ক কমিটির নাম প্রকাশ করেন এবং হল রুমে উপস্থিত সকল খেলোয়াড়দের সর্মথনে আহবায়ক কমিটি গঠিত হয়।

আহবায়ক সাহাতাব আলী, সদস্য সচিব মোঃ রুহুল কুদ্দুস পলাশ, সদস্য মোঃজিল্লুর রহমান, মেহেদী হাসান শাওন,দেওয়ান রোকনুজ্জামান সুমন, জুলহাস অর রশিদ অপু, রাহুল সরদার শাওন এবং উপদেষ্টা মন্ডলীর তিনজন সদস্য হলেন।মীর আহম্মেদ আলী টুটু, শাকিল আনছারী, এ,জে,মাহমুদ মুন।

শেষে নবনির্বাচিত আহবায়ক সাহতাব আলী ও সদস্য সচিব রুহুল কুদ্দুস পলাশ সকল সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সদস্য গনের প্রতি কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জ্ঞাপন করে সভা শেষে নৈশভোজের ব্যাবস্হা করেন।