লালমনিরহাটের হাতীবান্ধায় এরিয়া বিলের টাকা দিয়ে শীতবস্ত্র বিতরণ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন দু’ বছরের এরিয়া বিল তুলে অসহায় দুস্থদের মাঝে ১ হাজার পিচ কম্বল বিতরণ করলেন।
সোমবার (২৩ ডিসেম্বর) আমঝোল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল হোসেন সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গোতামারী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, মাওলানা তফের আলী, সফিয়ার রহমান প্রমুখ। আলোচনা শেষে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন