লালমনিরহাটের হাতীবান্ধায় এরিয়া বিলের টাকা দিয়ে শীতবস্ত্র বিতরণ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন দু’ বছরের এরিয়া বিল তুলে অসহায় দুস্থদের মাঝে ১ হাজার পিচ কম্বল বিতরণ করলেন।

সোমবার (২৩ ডিসেম্বর) আমঝোল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল হোসেন সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গোতামারী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, মাওলানা তফের আলী, সফিয়ার রহমান প্রমুখ। আলোচনা শেষে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।