জগন্নাথ বিশ্ব্যবিদ্যালয় ছাত্রদলের আহবায়ক নির্বাচিত হলেন কিশোরগঞ্জের হিমেল

বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ব্যবিদ্যালয় শাখার আহবায়ক নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের নিকলী উপজেলার কৃতি সন্তান মেহেদি হাসান হিমেল।

সোমবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মো:রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এর যৌথ স্বাক্ষরে ১৯ সদস্য বিশিষ্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এ আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।

এতে কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়নের কৃতি সন্তান মেহেদি হাসান হিমেলকে আহবায়ক করা হয়েছে।
কমিটির অন্য যুগ্ন আহবায়করা হলেন, যুগ্ম-আহবায়ক: সুমন সরদার, যুগ্ম-আহবায়ক: মোস্তাফিজুর রহমান রুমি,যুগ্ম-আহবায়ক: মো: শাহরিয়ার হোসেন, যুগ্ম-আহবায়ক: মাহমুদুল হাসান খান মাহমুদ, যুগ্ম-আহবায়ক: কাজী রফিকুল ইসলাম, যুগ্ম-আহবায়ক: নাহিদ চৌধুরী,যুগ্ম-আহবায়ক: নাহিয়ান বিন অনিক।

যুগ্ম-আহবায়ক: রবিউল আউয়াল, যুগ্ম-আহবায়ক: সাখাওয়াত ইসলাম খান পরাগ,যুগ্ম-আহবায়ক: রাশেদ বিন হাসিম, যুগ্ম-আহবায়ক: জাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ম-আহবায়ক: মাইনউদ্দিন চৌধুরী মাইন, যুগ্ম-আহবায়ক: মেহেদী হাসান রুদ্র ,যুগ্ম-আহবায়ক: মো: মোজাম্মেল মামুন ডেনি, যুগ্ম-আহবায়ক: হাসিবুল ইসলাম হাসিব, যুগ্ম-আহবায়ক: রবিন মিয়া শাওন ,যুগ্ম-আহবায়ক: শামিম মিয়া।

জগন্নাথ বিশ্ব্যবিদ্যালয় ছাত্রদলের নবনির্বাচিত আহবায়ক মেহেদি হাসান হিমেল স্বৈরাচার শেখ হাসিনার আমলে অসংখ্যবার কারাবরণ করেছেন।রিমান্ডে কতথ্য নির্যাতনের স্বীকার হয়েছেন।
তিনি নিকলী উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।তার পিতা মরহুম ডা:মিন্টু নিকলী উপজেলার একজন মানবিক ডাক্তার হিসেবে পরিচিত ছিলেন।মুক্তিযুদ্ধকালীন সময় থেকেই তিনি বিনামূল্যে ও নামমাত্র মূল্যে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করতেন।

মেহেদি হাসান হিমেল জগন্নাথ বিশ্ব্যবিদ্যালয় ছাত্রদলের আহবায়ক নির্বাচিত হওয়ায় তার নিজ জেলা কিশোরগঞ্জ ও নিজ উপজেলা নিকলীতে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল সহ নেতাকর্মীদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।

জগন্নাথ বিশ্ব্যবিদ্যালয় ছাত্রদলের নবনির্বাচিত আহবায়ক মেহেদি হাসান হিমেল বলেন,আমি প্রথমেই শুকরিয়া জানাই মহান আল্লাহ তালার।তারপরেই কৃতজ্ঞতা প্রকাশ করছি বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মো:রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ভাইসহ সবার প্রতি।

যারা আমাকে এ মহান দ্বায়িত্ব দিয়েছেন,আমাকে বিভিন্নভাবে সহযোগীতা করেছেন বিগত দু:শাসন থেকে এখন পর্যন্ত পাশে আছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।