ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৪-শে ডিসেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মুফিদুল আলম।স্থানঃ উপজেলা পরিষদ হল রুম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দেশের উন্নয়নের লক্ষে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার পুস্পিতা।

এসময় ঈশ্বরগঞ্জ থানা অফিসার ইনচার্জ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,পত্রিকার সাংবাদিকরা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।