রাঙ্গামাটি উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে বড়দিন

রাঙামাটিতে উদযাপিত হচ্ছে শুভ বড়দিন। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে বড়দিন উপলক্ষ্যে শহরের আসামবস্তি নির্মলা মারিয়া গির্জার উদ্যোগে সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়।

প্রার্থনায় অংশ নেন পাহাড়ের খ্রিষ্ট ধর্মাবলম্বীসহ রাঙামাটির বাইরে থেকে আসা অনেক খ্রিষ্টান পর্যটক। সমবেত প্রার্থনায় দেশ, জাতি ও সবার মঙ্গল কামনা করা হয়। প্রার্থনা শেষে কেক কেটে যিশু খ্রিস্টের জন্মদিন পালন করা হয়।

বড়দিন উদযাপনে পাহাড়ের খ্রিষ্ট ধর্মাবলম্বীরা একে অপরের বাড়িতে গিয়ে নিজেদের মধ্যে বড়দিনের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন।

রাঙামাটির কেন্দ্রীয় গির্জা সেন্ট যোসেফ চার্চের প্রধান পুরোহিত ফাদার মাইকেল রায় বলেন, আজকের দিনটি আমাদের শিক্ষা দেয় আমরা যাতে চিন্তা চেতনায়, হৃদয়ে, মন-মানসিকতায় বড় হয়ে উঠতে পারি। আজকের দিনে আমরা দেশ জাতি ও সবার মঙ্গলের জন্য প্রার্থনা করি।

সেন্ট ট্রিজার কনভেন্টের অধ্যক্ষ সিস্টার কাকলি রোজারিও বলেন, আজ আমাদের জন্য বিশেষ দিন। যুগে যুগে যে মহামানবের জন্ম হয়েছে তিনি প্রভু যিশু। বড়দিন উপলক্ষ্যে আমরা আধ্যাত্মিক প্রস্তুতি নিয়েছি। বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠানের আয়োজন হবে। সবাই আনন্দ ও ভালোবাসায় আজকের দিনটি উদযাপন করবে। সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাই।