সিলেটের বিশ্বনাথে আমতৈল দারুস সুন্নাহ মাদরাসার মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন

সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদরাসার চারতলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

এ উপলক্ষ্যে গত ২৫ ডিসেম্বর বুধবার বাদ যোহর এক দোয়া মাহফিলের মাধ্যমে মাদরাসার চারতলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চ্যানের এস ইউকের প্রতিষ্ঠাতা ফাউন্ডার চেয়ারম্যান মাহি ফেরদৌস জলিল, মসজিদ ভিত্তিপ্রস্তর স্থাপনের দোয়া পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ আমতৈল মাদরাসার মুহতামীম মুফতি ফারুক আহমদ,
প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন।

আল্লাহর ঘর মসজিদ নির্মাণ, মেরামত এবং সংস্কারে দান করা মুসলিমদের জন্য অত্যন্ত আবেগ এবং গৌরবের বিষয়। পৃথিবীজুড়ে লাখো দৃষ্টিনন্দন মসজিদ মুসলিমদের স্বতস্ফূর্ত দানে তৈরি হয়েছে। এ মসজিদও একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ হবে। আল্লাহ তায়ালা এই মহৎ কাজের জন্য পুরস্কার ঘোষণা করেছেন।” তিনি আরও বলেন, “মহানবী (সাঃ) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, তার জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবেন।”

এ সময় চারতলা মসজিদ ভিত্তি প্রস্তর স্থাপনে উপস্থিত ছিলেন চ্যানেল এস ইউকের হেড অফ প্রগ্রামার ফারহান মাসুদ খান, চ্যানেল এস ইউকের চীফ রিপোর্টার মঈন উদ্দিন মনজু, চ্যানেল এস ইউকে বিশ্বনাথ প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়ের, মাদরাসার সভাপতি হাজী শায়েক আহমদ, ক্যাশিয়ার হাজী মুজিবুর রহমান, এলাকার মুরুব্বি ও কমিটির সদস্য নেছার মিয়া, আব্দুস সত্তার, বাবুল মিয়া, হাজী নুরুল ইসলাম, এখলাছুর রহমান, জমির উদ্দিন, মাদরাসার শিক্ষক ও ছাত্র স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা মসজিদ ভিত্তিপ্রস্থর স্থাপনে উপস্থিত ছিলেন।

মাদরাসার মুহতামিম মুফতী ফারুক আহমদ জানান, চ্যানেল এস ইউকের প্রতিষ্ঠাতা ফাউন্ডার চেয়ারম্যান মাহি ফেরদৌস জলিল একজন প্রকৃত সমাজসেবক, যার প্রচেষ্টায় আজ আমাদের মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপনের মাধ্যে এলাকায় যার আন্তরিক প্রচেষ্টায় সমাজের অনেক সামাজিক কাজ প্রতিনিয়ত করা হচ্ছে। মসজিদ, মাদরাসা, ঘর নির্মাণ সহ নানান কাজে যার অফুরন্ত অবদান রয়েছে।