কাপ্তাই সীতাঘাটে ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের লাশ
রাঙ্গামাটির কাপ্তাইয়ের কর্ণফুলি নদীতে ডুবে যাওয়ার প্রায় ৪২ ঘণ্টা পর অবশেষে আজ (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে সীতাঘাট এলাকায় নিখোঁজ ২ পর্যটকের লাশ ভেসে উঠলো। লাশ ভেসে উঠা পর্যটকরা হলেন প্রিয়ন্ত ( ১৫) ও শাহন দত্ত (১৭)।
চট্টগ্রাম মহানগরের সদরঘাট নালাপাড়ার বাসিন্দা শাওন দত্ত (১৬) ও প্রিয়ন্ত দাশ। শাওন নগরীর রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিলেন। শাওনের খালাতো ভাই প্রিয়ন্ত।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের শ্রীশ্রী মাতা সীতা দেবী মন্দির সংলগ্ন কর্ণফুলী নদী থেকে নিখোঁজ দুই পর্যটকের লাশ উদ্ধার করা হয় বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কাপ্তাইয়ের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কাপ্তাইয়ের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন বলেন, ফায়ার সার্ভিসের লিডার কাজী নজরুল ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের একটি দল দুই পর্যটকের লাশ উদ্ধার করে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ বলেন, সকালে লাশ ভেসে উঠার খবর পেয়েছি। ফায়ার সার্ভিসের দল লাশ উত্তোলনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য গত ২৪ ডিসেম্বর (মঙ্গরবার) দুপুরে রাঙ্গামাটির কাপ্তাইয়ের সীতাঘাট এলাকার কর্ণফুলি নদীতে গোসল করতে নেমে ২ জন পর্যটক নিখোঁজ হয়েছেন। নিখোঁজের পর থেকে উদ্ধার তৎপরতা চালাচ্ছে কাপ্তাই ফায়ার সার্ভিস। গতকাল ও দিনভর উদ্ধার তৎপরতা চালায় ফায়ার সার্ভিস। তবে তাদের খুঁজে পাওয়া যায়নি। আজ সকালে তাদের লাশ ভেসে উঠে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন