লালমনিরহাটের হাতীবান্ধায় কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়ের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের সামনে কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়ের দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে আন্ত: ক্যাডার বৈষম্য নিরোসন পরিষদের মানববন্ধন আয়োজন করেন।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিজানুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মাহমুদুল হাসান, হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আনোয়ারুল হক ও ডা: আল আকসা প্রমুখ।
বক্তাগন, চাকুরী ক্ষেত্রে বৈষম্য দূর করে সমতা আনয়নের মাধ্যমে ক্যাডার যার মন্ত্রণালয় তার এ নীতি বাস্তবায়নের দাবী জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন