পঞ্চগড়ের বুড়াবুড়ি ইউনিয়ন ভূমি অফিসের পরিত্যক্ত জমিতে সবজি চাষ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন ভুমি অফিসের পরিত্যক্ত জমিতে বিভিন্ন ধরনের শাক-সবজির আবাদ করছেন ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা আসাদুজ্জামান। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিষমুক্ত সবজির বাগান করে সর্ব মহলের কাছে প্রশংসিত হচ্ছেন তিনি। এই উদ্যোগের ফলে ইউনিয়ন ভ‚মি অফিসের সদস্যসহ আশপাশের গরিব অসহায় ব্যক্তিদের খাবারের চাহিদা অনেকাংশে পূরণ হচ্ছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) ইউনিয়ন ভূমি অফিসে সরেজমিনে গিয়ে দেখা গেছে, পরিত্যক্ত জায়গায় সহকারি কমিশনার (ভুমি) এর নির্দেশনায় ইউনিয়ন ভুমি উপ-সহকারী কর্মকর্তা আসাদুজ্জামান, অফিস সহায়ক আব্দুল লতিফ ও ইসরাইল আলী এই সবজি বাগান গড়ে তুলেছেন।
এদিকে বড় পরিসরে না হলেও সীমিত পরিসরে গড়ে তোলা এই সবজি বাগানে রয়েছে লাউ, শালগম, স্কোয়াশ, নাপা শাক, শিম, পুইশাক, গাজর, মুলা, মিষ্টিকুমড়া, মরিচ, আলুসহ নানা জাতের সবজি রয়েছে এই বাগানে। ভ‚মি অফিসের এই উদ্যোগে বদলে যাচ্ছে দৃশ্যপট।
ইউনিয়ন ভূমি অফিসে সেবা নিতে আসা কালদাসপাড়া গ্রামের মকলেছার রহমান ও চৌধুরীপাড়া গ্রামের আমিরুল ইসলাম বলেন, এটি একটি ভালো উদ্যোগ। অফিসের পরিত্যক্ত জমিতে বিভিন্ন প্রকার শাক সবজি দেখে খুব ভালো লাগলো। এই সবজির বাগানে ভূমি অফিসটির সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। আগে এই জমিটি পরিত্যক্ত অবস্থায় ছিল।
ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক আব্দুল লতিফ বলেন, আমাদের সকলের একটু উদ্যোগী হওয়া উচিত। অন্যান্য অফিসের আশপাশের পরিত্যক্ত জমিতে বিভিন্ন জাতের সবজি চাষ করা প্রয়োজন। এতে করে অফিসের সকল সদস্যদের চাহিদা মিটিয়ে গরিব অসহায় ব্যক্তিদের সহযোগিতা করা যাবে।
এ বিষয়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, জায়গাটা অনেকটা পরিত্যক্ত ও গর্ত ছিল। আমরা এখানে মাটি দিয়ে সমান করে বিভিন্ন সবজি চাষ করেছি। আগামীতেও আমরা এভাবে সবজি চাষ করবো যেন আমাদের নিজের খাওয়ার চাহিদা পূরণসহ আশপাশের যারা গরিব লোক আছে তাদেরকে এই শাক সবজি দিতে পারি তারা যেন উপকৃত হয় এজন্যই মূলত এখানে চাষ করা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন