নওগাঁর বদলগাছীতে বিএনপি ঘোষিত ৩১ দফার এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

নওগাঁর বদলগাছীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার এক বিশাল আলোচনা ও সম্প্রীতিসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে বদলগাছী সরকারি পাইলট হাইস্কুল মাঠে বদলগাছী সদর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

বদলগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।

প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধরী টিপু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন চৌধরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিএনপি এখনো রাজপথ ছেড়ে যায়নি দেশে সম্পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা না পাওয়া পর্যন্ত,ভোটের মাধ্যমে এ দেশে সরকার গঠন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে এখনো আছি এবং আগামীতেও থাকবো।এবং জনগণের রায় নিয়েই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে ইনশাল্লাহ।