বগুড়ার শিবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে মারপিট, থানায় অভিযোগ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মারপিটের ঘটনা ঘটেছে। প্রতিকার পেতে ভুক্তভোগী আসিকুল থানায় অভিযোগ দায়ের করেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর বিলহামলা গ্রামে।

থানার অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি পূর্ব শত্রুতার জেরে উত্তর বিলহামলা গ্রামের আলম(৪৫), আরমান(১৮), সাজা(৬৫) ও রেখা(৪০) অন্যায়ভাবে পুকুরের মাটি উত্তোলন করতে গেলে ভুক্তভোগী আসিকুল ও তার পরিবার বাধা দেয়। এতে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে আশিকুরের ছেলে সাহেদকে মারপিট করে এবং হুমকি ধমকি দিয়ে চলে যায়।

আহত অবস্থায় সাহেদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত সাহেদের বাবা আসিকুল বলেন, কর্তৃপক্ষরা বিনা কারণে আমাদের উপর হামলা করেছে। হামলায় আমার ছেলে মাথায় ব্যাপক আঘাত পেয়েছে।

এ বিষয়ে প্রতিপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের মুঠোফোনে পাওয়া যায়নি।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনের ব্যবস্থা নেওয়া হবে।