দুঃস্থ-অসহায়দের মাঝে ‘কুড়িগ্রাম উদ্যোক্তা’র শীতবস্ত্র বিতরণ

“আসুন অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াই” এই স্লোগানকে ধারণ করে “কুড়িগ্রাম উদ্যোক্তা”র পক্ষে কুড়িগ্রাম পৌরসভার ৫ শতাধিক দুঃস্থ-অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিরতণ করা হয়েছে।

রবিবার (১২ জানুয়ারী) সকাল ১১টায় কুড়িগ্রাম উদ্যোক্তা কার্যালয়ে, পন্ডিত বাড়ি, ঈদগাহ পাড়া, কুড়িগ্রাম পৌরসভার পাঁচ শতাধিক অসহায় দরিদ্র শিশু ও বয়স্কদের মাঝে শীতবস্ত্র বিরতণ করা হয়। এ সময় কুড়িগ্রাম উদ্যোক্তার প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মুহিবুল হুদা রবিন বলেন, এর আগেও আমরা সবসময় যেকোনো দুর্যোগে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছি।

তিনি আরোও বলেন, আমরা অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে মানবকল্যাণের পক্ষে কাজ করতে পেরে আনন্দিত। ইনশাল্লাহ আগামীতে এ সহায়তা সংগঠনের পক্ষ থেকে অব্যাহত থাকবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেনো মানব কল্যাণের পক্ষে সব সময় কাজ করে যেতে পারি।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম উদ্যোক্তার সহ-সভাপতি ফ্রিল্যান্সার মিগনিউর কনক, কৃষক ও যুবনেতা খলিলুর রহমান খলিল, এ্যাডঃ আলী আহমেদ শাহ আতিক, সমাজসেবক মন্জুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমুখ।