ময়মনসিংহের গৌরীপুর ক্ষেতমজুর সমিতির সম্মেলনে সভাপতি হারুন আল বারী, সম্পাদক লতিফ

ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সম্মেলনে সভাপতি হারুন আল বারী ও সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ নির্বাচিত হয়েছেন।

রবিবার (১২ জানুয়ারি) দুপুরে গৌরীপুর পৌর শহরের সাংবাদিক সুরেশ কৈরি সড়কের পাশে স্থানীয় উদীচী ভবনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে ১১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, কোষাধ্যক্ষ রুকুন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বাচ্চু মিয়া, সদস্য- মজিবুর রহমান ফকির, ওবায়দুর রহমান, সুলেমা খাতুন, সুখেন চন্দ্র দাস ও হাবিবুর রহমান।