ঢাকায় “সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার” মিছিলে হামলার ঘটনায় পিসিপির উদ্বেগ ও নিন্দা
ঢাকায় “সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার” মিছিলে হামলার ঘটনায় পিসিপির উদ্বেগ ও নিন্দা প্রতিবাদ জানিয়েছে। এনসিটিবি কর্তৃক নবম-দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের পেছনের প্রচ্ছদ থেকে “আদিবাসী” শব্দ সংবলিত গ্রাফিতি বাতিল করার প্রতিবাদে ঢাকায় “সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা” ব্যানারে আয়োজিত এনসিটিবি কার্যলয় ঘেরাও কর্মসূচিতে পরিকল্পিতভাবে “স্টুডেন্টস ফর সভারেন্টি” নামক উগ্রসাম্প্রদায়িক গোষ্ঠীর একটি ভূঁইফোড় সংগঠনের হামলায় ১০-১৫জন আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)।
বুধবার (১৫ জানুয়ারি) পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, রাজধানী ঢাকায় এনসিটিবির সামনে পুলিশের উপস্থিতিতে একটি উগ্রসাম্প্রদায়িক মনোভাবাপন্ন তথাকথিত ভূঁইফোড় সংগঠন কিভাবে পাহাড়িসহ দেশের সংখ্যালঘু জাতিসত্তার শিক্ষার্থী-জনতার শান্তিপূর্ণ মিছিলে হামলা করতে পারে? আমরা মনে করি এই ঘটনায় পার্বত্য চট্টগ্রামের সেটলারদের কিছু শিক্ষার্থী ও তাদের পেছনে উগ্রসা¤প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠির সম্পৃক্ততা রয়েছে। আমরা এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করছি।
ঢাকার মতো জায়গায় আজকের এই হামলা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি পরিকল্পিত হামলা উল্লেখ করে নেতৃদ্বয় বলেন, তথাকথিত “স্টুডেন্টস ফর সভারেন্টি” নামক উগ্রসা¤প্রদায়িক সংগঠনটির লোকজন গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা হুমকি দিয়ে আসছে এবং আজ সকাল থেকে তারা ক্রিকেট স্ট্যাম্প ও লাঠিতে জাতীয় পতাকা বেঁধে এনসিটিবি ভবনের সামনে অবস্থান নিয়েছিল।
পরবর্তীতে “সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার” ব্যানারে এনসিটিবি ঘেরাও কর্মসূচির মিছিলটি সেখানে গেলে পুলিশের উপস্থিতিতে শান্তিপূর্ণ মিছিলে হামলা ন্যাক্কারজনক। এতে অন্তত ১০-১৫জন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি।
বিবৃতিতে নেতৃদ্বয় আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের সেটলার বাঙালিসহ দেশের উগ্রসাম্প্রদায়িক গোষ্ঠি “আদিবাসী” ইস্যুকে সামনে এনে পাহাড়ি জনগণ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা রাষ্ট্র গঠনের জিগির তুলে দেশের অপরাপর মানুষের কাছে জাতিগত বিদ্বেষ সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। এর পেছনে রাষ্ট্রীয় কোন সংস্থার লোকজন উস্কানি দিয়ে যাচ্ছে বলে আমরা মনে করছি।
পিসিপি’র নেতৃদ্বয় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে দাবি জানান। পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক থুইলাপ্রু মারমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ঘটনার বিবরনে জানা যায়, পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামের একটি উগ্রসা¤প্রদায়িক সংগঠন কর্তৃক হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে ৯জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোডে(এনসিটিবি) ভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে যাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে তারা হলেন-ধনজেতরা(২৮), অন্তত ধামাই(৩৫), ফুটন্ত চাকমা(২২), ইসাবা শুহরাত(৩২), রেংইয়ং ম্রো(২৭), রূপাইয়া ¯্রষ্টো তনচঙ্গা(২৫), ডোনায়ই ¤্রাে(২৫), শৈলী(২৭) ও ডিবিসি’র সাংবাদিক জুয়েল মার্ক(৩৫)।
ঘটনায় আরো জানা গেছে, ‘এনসিটিবি কর্তৃক নবম-দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের পেছনের প্রচ্ছদ থেকে ‘আদিবাসী’ শব্দ সংবলিত গ্রাফিতি বাতিল করার প্রতিবাদে’ এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য পাদদেশে সমাবেশে শেষে “সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা” ব্যানারে মিছিল নিয়ে এনসিটিবি ভবনের অভিমুখে রওনা দেয়।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দুপুর পৌনে ১২টার দিকে এনসিটিবি ভবনের সামনে পৌঁছে। কিন্তু সকাল থেকে সেখানে তথাকথিত ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামের একটি উগ্রসা¤প্রদায়িক সংগঠনের লোকজনও ‘এনসিটিবি ভবন ঘেরাও’ এর নামে ক্রিকেট স্ট্যাম্প ও লাঠিতে জাতীয় পতাকা বেঁধে অবস্থান করছিল।
‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার’ মিছিলটি এনসিটিবি ভবনের পৌঁছার পর উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এরপর পুলিশ দু’পক্ষের লোকজনকে দু’পাশে সরিয়ে মাঝখানে অবস্থান নেয়। উভয়ের মধ্যে ‘আদিবাসী’ নিয়ে পক্ষে-বিপক্ষে শ্লোগান চলে। এমতাবস্থায় এক পর্যায়ে পুলিশের বাধা ভেঙে স্টুডেন্টস ফর সভারেন্টি’র উগ্রসা¤প্রদায়িক লোকজন লাঠিসোটা নিয়ে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালায়। এতে তাদের কর্মসূচি ছত্রভঙ্গ হয়ে যায়।
হামলায় অন্তত ১০-১৫জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে রূপাইয়া ¯্রষ্টো তনচঙ্গা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বলে জানা গেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন