খাগড়াছড়ি রামগড় স্থলবন্দর পরিদর্শন করেছেন নৌ উপদেষ্টা সাখাওয়াত হোসেন

খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড় উপজেলা স্থলবন্দর কার্যক্রম বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্তে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে স্থলবন্দর পরিদর্শন করেছেন নৌ উপদেষ্টা সাখাওয়াত হোসেন।

জেলার রামগড় স্থলবন্দরের বিভিন্ন নির্মাণাধীন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল(অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

গত রোববার দুপুর ১টার দিকে তিনি আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল, নির্মাণাধীন কাস্টমস ভবন, ফেনী নদীর উপর নির্মিত মৈত্রী সেতু সহ রামগড় স্থলবন্দরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ড. এম সাখাওয়াত হোসেন বলেন, বন্দরটি হলে প্রতিবেশী দেশ ভারত অর্থনৈতিকভাবে বিশাল লাভবান হবে। আমাদের এখানে এক্সপোর্ট হবে কি হবে না, আমাদের লাভ কতটুকু হবে, লোকজন কেমন যাবে এটা দেখার জন্য কয়েকদিনের মধ্যে একটি কমিটি গঠন করা হবে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে কাজ করা হবে।

তিনি বন্দরের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে নির্মাণাধীন কাজের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এসময় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান, বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল এসএম আবুল এহসান, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান।

জেলা পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল, রামগড় স্থলবন্দর প্রকল্প পরিচালক সরোয়ার আলম, রামগড়(৪৩) বিজিবির ভারপ্রাপ্ত জোন অধিনায়ক মেজর নুর উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, রামগড় স্থলবন্দরের ইনচার্জ মোহাম্মদ আমান উল্ল্যাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মঈন উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।