খাগড়াছড়িতে যোগদান করেছেন নতুন ডিসি এবিএম ইফতেখারুল ইসলাম
খাগড়াছড়িতে নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। বুধবার(১৫ই জানুয়ারী) দুপুরে নতুন জেলা প্রশাসককে বরনে উদ্দেশ্যে বিদায়ী জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান জেলা প্রশাসক কার্যালয়ে সামনে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরন করে নেয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক, এসডিসি, নির্বাহী ম্যাজিষ্ট্রেড, কর্মচারীরা অংশ গ্রহন করে।
গত ৯ই জানুয়ারি বৃহস্পতিবার অর্থ বিভাগের উপ-সচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারকে নতুন জেলা প্রশাসক(ডিসি) হিসেবে মনোনয়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
খাগড়াছড়ির বিদায়ী জেলা প্রশাসক মো: সহিদুজ্জামানকে শিল্প মন্ত্রণালয়ের ক্ষুদ্র ও কুটির শিল্পের পরিচালক পদে বদলি করা হয়।
মঙ্গলবার নতুন ডিসি নতুন জেলা প্রশাসক(ডিসি) তিনি খাগড়াছড়িতে যোগদানের উদ্দেশ্য এসেছেন বলে জানা গেছে।
অর্থ বিভাগের উপ-সচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারকে খাগড়াছড়ি জেলা প্রশাসক হিসেবে আদেশ জারি করা হয়।
বৃহস্পতিবার (৯ই জানুয়ারি ২০২৫) এ তথ্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য নিশ্চিত করে। জনস্বার্থে জারি হওয়া এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন