শেরপুরে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে শেরপুর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে মুক্তমঞ্চে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর শাহ্ কামাল উদ্দীন।
বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল কাদিরের সঞ্চালনায় শেরপুর জেলায় জুলাইয়ে ঘটে যাওয়া ঘটনা নিয়ে বক্তব্য রাখেন প্রফেসর শাহ্ কামাল উদ্দীন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ মুতাসিম বিল্লাহ ও শেরপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
আলোচনা শেষে জুলাই আন্দোলনে আহত ও শহিদ পরিবার এবং কলেজের চতুর্থ শ্রেণি কর্মচারীদের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন