লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি’) কে আরো শক্তিশালী করতে হবে: আলহাজ্ব এম.আইনুল কবির

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি’র) চন্দনাইশ পৌরসভার সম্মানীত সভাপতি, সামান্তা গ্রুপের চেয়ারম্যান, জনতার মেয়র জননেতা আলহাজ্ব এম.আইনুল কবির সাহেব এর- রাঙ্গামাটিতে আগমন উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় শহরের উন্নয়ন বোর্ড সংলগ্ন, হোটেল রাজমহল ইন্টারন্যাশনালে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি’র) আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা আলহাজ্ব এম.আইনুল কবির।

এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি’র) রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি দীবাকর দেওয়ান, সাধারণ সম্পাদক সৈয়দ দিদারুল আলম, সহ-সাধারণ সম্পাদক মোঃ সেলিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আবুল কাশেম, সহ-সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল আলম, মহিলা নেত্রী রুমা আক্তার সহ এলডিপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলহাজ্ব এম.আইনুল কবির বলেন, ফ্যাসিস্ট সরকার এ দেশটাকে একটা দোজখে পরিণত করেছিলো ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে ৫ আগস্ট এই বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা নতুন করে যারা এনে দিয়েছে আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি এবং যারা আহত হয়েছে তারা যেন ভালোভাবে সুস্থ হয়ে ওঠেন তাদের প্রতি দোয়া কামনা করি।

তিনি বলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) জনগণের কল্যাণে কাজ করে। আমরা যারা লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি’র) করি আমরা সবাই একে অপরের পরিপূরক এবং একজন আরেকজনকে সেক্রিফাইস করতে হবে। এলডিপি’কে আরো শক্তিশালী করতে হবে।

এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়। এরপর কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে শুভসূচনা করা হয়।