নীলফামারী বন্ধুমহল মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে অর্থ ও শীতবস্ত্র বিতরণ

নীলফামারীতে বন্ধুমহল মানবকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অসহায় পরিবারের মাঝে অর্থ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৭ই জানুয়ারী) ২০২৫ বিকাল ৩ টার সময় নীলফামারী মশিউর রহমান ডিগ্রী কলেজ মাঠে বন্ধুমহল মানব কল্যাণ সংগঠন নীলফামারীর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন ২০২৫ ও স্বেচ্ছাসেবী মিলনমেলা উপলক্ষে অসহায় পরিবারে আর্থিক সহযোগিতা ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলার নায়েব আমির ড. মোঃ খায়রুল আনাম। এসময় সভাপতিত্ব করেন বন্ধুমহল মানবকল্যাণ সংগঠনের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম (লিটন)।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন বন্ধুমহল মানবকল্যাণ সংগঠনের সহ-সভাপতি মোঃ রাজু আহমেদ। প্রধান আকর্ষণ ছিলেন কনটেন্ট ক্রিয়েটর মোঃ মোতালেব (তালেব ভাইজান)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম শাহ (লালন), মাসুম রেজা,আসাদুল ইসলাম (আশা), মোঃ শহিদুল ইসলাম, কাজী রোকনুজামান(রোমান), রফিকুল ইসলাম, মহসিন আলম (মিজান), আসাদুজ্জামান (শামীম)।

সাইফুল ইসলাম শাহ, রায়হান শাহ, শাহীন ইসলামসহ আরো অনেকে।উল্লেখ্য, অতিথিবৃন্দ সংক্ষিপ্ত আলোচনা শেষে গরীব অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করেন।