কুড়িগ্রামের আলোচিত আওয়ামী লীগ নেত্রী মতি শিউলি গ্রেপ্তার
কুড়িগ্রামের উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মতি শিউলিকে গ্রেফতার করেছে উলিপুর থানা পুলিশ। তাকে গ্রেফতার এর ঘটনায় জেলা জুড়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক কৌতুহল দেখা গেছে।
জানা গেছে, গত ৫ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সম্পৃক্ত থাকার অভিযোগে বিস্ফোরক আইনের মামলায় ২০ জানুয়ারি দুপুর দেড়টায় উলিপুর শহরের স্বপ্ন নামক একটি প্রতিষ্ঠানের সামন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে কথা হলে উলিপুর থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান জানান, ২০ শে জানুয়ারি দুপুর দেড়টায় উলিপুর শহর থেকে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ভাইস চেয়ারম্যান মতি শিউলিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
উল্লেখ্য, উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক ভাইস চেয়ারম্যান মতি শিউলি নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে জেলা জুড়ে আলোচিত ও সমালোচিত নেত্রী হিসেবে পরিচিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন