সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীর শাখা নদী থেকে নিখোঁজ আবু বক্কার সিদ্দিক (১২) নামের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (২০ জানুয়ারি) সকালে বেলকুচি উপজেলার মেঘুলা এলাকায় যমুনা নদীর শাখা নদী থেকে নিখোঁজ মাদ্রাসা ছাত্রদের মরদেহ উদ্ধার করা হয়। আবু বক্কার সিদ্দিক বেলকুচি পৌর এলাকার চালা গ্রামের শাহীন আক্তার আব্দুল্লাহর ছেলে। সে মুকুন্দগাঁতী ইসলামীয়া দারুল হেফজ মাদ্রাসার ৫ পাড়া কোরআনে হাফেজ।
মরদেহ উদ্ধার নিশ্চিত করেছেন বেলকুচি থানার (ওসি) তদন্ত আব্দুল বারিক।
তিনি জানান, গত ১৭ জানুয়ারি বিকালে আবু বক্কার সিদ্দিক নিখোঁজ হয়। বেলকুচি থানায় ১৮ জানুয়ারি সাধারণ ডায়েরি করা হয়। আজ সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি উপজেলার মেঘুল্লা এলাকার যমুনা নদীর শাখা নদী থেকে একটা মরদেহ ভেসে উঠেছে। ঘটনাস্থালে গিয়ে ভেসে ওঠা মরদেহ উদ্ধার করি। যেহেতু মরদেহ নদীতে পাওয়া গিয়েছে সে কারণে সিরাজগঞ্জ সদর নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর নৌ পুলিশের উপ-পরিদর্শক আলতাফ হোসেন জানান, বেলকুচি থানা পুলিশের সহযোগিতায় মেঘুল্লা যমুনা নদীর শাখা নদী থেকে আবু বক্কার সিদ্দিক নামের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন