কিশোরগঞ্জের হোসেনপুরে ৬শত হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য ” এই প্রতিবাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুর আর্থ মানবতার সেবায় নিয়োজিত দিশারী উন্নয়ন সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ৬ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ( ২১ জানুয়ারি) দুপুরে উপজেলার আশুতিয়া নতুন বাজারে নিজ কার্যালয়ে শীতবস্ত্র বিতরণের আয়োজন করে দিশারী উন্নয়ন সংস্থা।

দিশারী উন্নয়ন সংস্থার সভাপতি ও স্থানীয় সাবেক সফল শাহেদল ইউপি চেয়ারম্যান এবং বর্তমানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: আবুল হাসিম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন উপজেলা বিএনপির আহ্বায়ক হোসেনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: জহিরুল ইসলাম মবিন।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: মোফাজ্জল হক, শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ফিরোজ উদ্দিন।
এসময় বিএনপির যুগ্ম আহবায়ক আ ফ ম জহির উদ্দিন মাষ্টার , যুগ্ম আহ্বায়ক সেলিম মাহবুব সবুজ, কামরুজ্জামান খান, সুপার মাওলানা লিয়াকত আলী, শাহেদল ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন গোলাপ, দিশারী উন্নয়ন সংস্থা সাধারণ সম্পাদক মাহমুদা বেগম পান্না,ইউপি সদস্য সাইফুল ইসলাম খোকন,উপজেলা ছাত্রদলের আহবায়ক এনামুল হক নাঈম, কবি মাজহারুল ইসলাম সুজনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।