বগুড়ার শিবগঞ্জ ব্যবসায়ী সমিতির সংবর্ধনা পেলো নবাগত ইউএনও জিয়াউর রহমান

বগুড়ার শিবগঞ্জে নবাগত ইউএনও জিয়াউর রহমানকে সংবর্ধনা দিয়েছে শিবগঞ্জ ব্যবসায়ী সমিতি।

বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় ইউএনও’র কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক সামসুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমেদ, কোষাধ্যক্ষ মোসফিকুল আনোয়ার চম্পক প্রমূখ।

অপরদিকে শিবগঞ্জ পরিবেশক মালিক সমিতির পক্ষ থেকেও নবাগত ইউএনও জিয়াউর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোসফিকুল আনোয়ার চম্পক, ফারুক আহমেদ, সোহেল আহম্মেদ, পরিবেশক মালিক সমিতি শিবগঞ্জের সভাপতি সামসুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজিব খন্দকার, সদস্য আব্দুল মজিদ, রেজাউল করিম প্রমূখ।