যশোরের রাজগঞ্জ হাইস্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ৭৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দিনব্যাপী অত্র প্রতিষ্ঠান মাঠে, অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিভিন্ন খেলাধুলা ও স্কাউট ডিসপ্লে প্রদর্শনীর মাধ্যমে এ অনুষ্ঠান উদযাপন করা হয়।
খেলাধুলা শেষে ২৮ জন ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরস্কর বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এ.কে.এম ইউনুস আলম, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ কামাল তুষার, সিনিয়র শিক্ষক মো. আকবার হোসেন সহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক, অভিভাবকবৃন্দ ও সুধীমন্ডলী।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন- সহকারী শিক্ষক মো. নুরুল ইসলাম ও মো. কামরুজ্জামান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন