মাদারীপুরে ২৫০ শয্যা হাসপাতালে ১০ বেডের আইসিইউ থাকলেও নেই সেবা
মাদারীপুরে ২৫০ শয্যা হাসপাতালে ১০ বেডের আইসিইউ থাকলেও সেবা পাচ্ছে না মুমূর্ষু রোগীরা। সরকার লোকবল না দেওয়ার কারণে এই আইসিইউ ইউনিট চালু করা সম্ভব হচ্ছেনা, জানিয়েছেন সিভিল সার্জন।
অনেক মুমূর্ষু রোগী ঢাকা, বরিশাল বা ফরিদপুর নেওয়ার পথেই প্রাণ হারায়। আইসিইউ ইউনিট চালু থাকলে স্বজনরা এসব রোগীদের বাঁচাতে শেষ চেষ্টা করতে পারতেন। সরকার এই ইউনিটে লোকবল না দেওয়ায় মুমূর্ষুরা যেমন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি কোটি কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হচ্ছে বলে অভিযোগ মাদারীপুরবাসীর।
মাদারীপুরের অ্যাম্বুলেন্স মালিক হেমায়েত হোসেন বলেন মাদারীপুর থেকে প্রায়ই মূমুর্ষ রোগী নিয়ে ঢাকা, বরিশাল বা ফরিদপুর নিয়ে যায় আমাদের অ্যাম্বুলেন্সগুলো। এরমধ্যে বেশীরভাগ রোগীর এতটা খারাপ থাকে যে তাদের নিয়ে গন্তব্যে পৌছার আগেই মারা যায়। যদি মাদারীপুর ২৫০ বেডের হাসপাতালে ১০ বেডের আইসিইউ ইউনিটটি লোকবল দিলে চালু করতো তাহলে হয়তো অনেক জীবন বেঁচে যেতো।
স্থানীয় কয়েকজন ভুক্তভোগী জানান, সরকারি হাসপাতালে এমনিতেই চিকিৎসা পেতে কষ্ট হয়। তারপর যদি লোকবল কম থাকে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে। এছাড়া কোন রোগীর অবস্থা একটু খারাপ হলেই তাকে ঢাকা, বরিশাল বা ফরিদপুরে রেফার করে দিতে হয়। অনেক রোগী রেফার করা হাসপাতালে যাওয়ার আগেই অ্যাম্বুলেন্সে মারা যায়। মাদারীপুর জেলাসহ আসেপাশের জেলাগুলোতেও আইসিইউ নেই। মাদারীপুর আইসিইউ চালু হলে এ অঞ্চলের রোগীদের জন্য অনেক ভাল হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন