সুস্থ জাতি গড়তে খেলাধুলা হচ্ছে অন্যতম মাধ্যম : আমিনুল হক

সুস্থ জাতি গড়তে খেলাধুলা হচ্ছে অন্যতম একটি মাধ্যম জানিয়ে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্ন হচ্ছে- বিএনপি একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়তে চায়। বাংলাদেশকে একটি সুস্থ জাতি উপহার দিতে চায়। সেই সুস্থ জাতি গড়তে খেলাধুলা হচ্ছে অন্যতম একটি মাধ্যম।

তিনি বলেন,বাংলাদেশের মানুষের যে স্বপ্ন আকাঙ্খা প্রত্যাশা আগ্রহ রয়েছে- একটি সুস্থ সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার। খেলাধুলার মাধ্যমেই আমরা সেই সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে পারবো এবং সেই বাংলাদেশের নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আমিনুল হক বলেন, বর্তমানে চলমান ঢাকা মহানগর উত্তর জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট পরে আমরা পর্যায়ক্রমে ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের প্রত্যাকটি অঞ্চলে ফুটবল ক্রিকেট সহ অন্যান্য যে ইভেন্টগুলো রয়েছে, সেগুলো ও আমরা শুরু করতে চাই। এভাবেই আমরা প্রত্যকটি খেলা দেশের তৃনমুল পর্যায়ে ছড়িয়ে দিতে চাই।

শনিবার (১ ফেব্রুয়ারী) বিকেলে রাজধানীর খিলক্ষেতে তলনা রুহুল আমিন খান উচ্চ বিদয়ালয় মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আয়োজনে-২৬ টি থানা নিয়ে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর বিমানবন্দর থানা বনাম দারুসসালাম থানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান,যুগ্ম আহবায়ক ও টূর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়ক মোঃ আক্তার হোসেন,মহানগর উত্তর বিএনপি সদস্য সমন্বয়ক জাহেদ পারভেজ চৌধুরী ছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন,এস এম জাহাঙ্গীর হোসেন,ফেরদৌসী আহমেদ মিষ্টি, এ বি এম এ রাজ্জাক,গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, আতাউর রহমান,এম কফিল উদ্দিন আহমেদ, হাজী মোঃ ইউসুফ, মাহাবুব আলম মন্টু,মহানগর বিএনপি সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার,মহানগর সদস্য রেজাউর রহমান ফাহিম, হাফিজুল হাসান শুভ্র, সাজ্জাদ হোসেন মোল্লা, নুরুল হুদা ভূঁইয়া নূরু, মোতালেব হোসেন রতন, রফিকুল ইসলাম খান, এম এস আহমাদ আলী, ইব্রাহিম খলিল, এছাড়াও বিমানবন্দর থানা বিএনপি আহবায়ক মনির হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন তারেক, যুগ্মআহবায়ক মন্জুর হোসেন পাটোয়ারী, যুগ্মআহবায়ক বশির আহমেদ, যুগ্ম আহবায়ক মাসুদ আহমেদ খান,উত্তরা পূর্ব থানা বিএনপি আহবায়ক শাহ আলম, যুগ্ম আহবায়ক আমিনুল হক, খিলক্ষেত থানা বিএনপির আহবায়ক এস এম ফজলুল হক যুগ্ম আহবায়ক মোবারক হোসেন দেওয়ান,সিএম আনোয়ার হোসেন, তুরাগ থানা বিএনপি যুগ্মআহবায়ক মোঃ চান মিয়া বেপারি,তুরাগ থানা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আবদুল আলী প্রমুখ।

এরআগে সকালে পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল এর বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুল হক। রাত ৯ টায় পল্লবীর ৬ নং ওয়ার্ডের মিরপুর গার্লস স্কুলের সামনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে অংশ নেন।