যশোরের রাজগঞ্জে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির লা*শ উদ্ধার
যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ-ত্রিমোহনী সড়কের হাকিমপুর বাবুর মোড় নামক স্থানের ধান ক্ষেত থেকে আব্দুর রশিদ (৫৫) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত আব্দুর রশিদ কেশবপুর উপজেলার সাগরদাড়ী ইউনিয়নের গোপসানা গ্রামের জহির আলী গাইনের ছেলে। জানা গেছে- নিহত রশিদ সড়ক নির্মাণ কাজের শ্রমিক ছিলেন। শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর বেলা পথচারীরা উল্লেখিত স্থানের এক ধান ক্ষেতে পানির ভিতর মরা খেজুর গাছে মাথা দিয়ে চিত হয়ে পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয়। পাশে তার ব্যবহৃত মোটরসাইকেলটিও পড়ে ছিলো।
সাগরদাড়ী ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য জিয়ামোত আলী ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন- স্থানীয় ও থানা পুলিশের সহযোগীতায় নিহতের লাশ উদ্ধার করা হয়।
মনিরামপুর থানা পুলিশ জানিয়েছেন- লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, কুয়াশার কারণে মোড় ঘুরতে গিয়ে সেখানে পড়ে যায়। এরপর স্ট্রোক করে মারা যান। তবে এর সঠিক কারন ময়না তদন্তের রিপোর্টে জানাযাবে। থানায় একটি অপমৃত মামলা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন