নেত্রকোনার মদনে পূর্ব শত্রুতার জেরে গোয়ালঘরে আগুন, দুই গরু পুড়ে ছাই

নেত্রকোনার মদনে পূর্ব শত্রুতার জেরে ধরে আবুল খায়ের চৌধুরী নামের এক কৃষকের গোয়ালঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় তার গোয়ালঘরে থাকা দুটি গরু পুড়ে ছাই হয়ে গেছে। আরও তিনটি গরু পুড়ে মৃত্যুর সাথে লড়াই করছে। গোয়াল ঘরে থাকা ধানও পুড়ে গেছে। । এতে ওই কৃষকের প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে,

রোববার (২ ফেব্রুয়ারী) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার মাঘান ইউনিয়নের ঘাটুয়া চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক আবুল খায়ের চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে খালিযাজুরী উপজেলার বাত্তল গ্রামের রমজান, খোকা, তারেক মিয়ার সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার রাতে তাদের বাড়ির পাশে থাকা আমাদের দেড় একর বোর জমি রোপন করায় এ নিয়ে তাদের সাথে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার রাত ৩টার দিকে তার বসতবাড়ির গোয়ালঘরে আগুন দেয়। এ সময় গোয়ালঘরে থাকা দুটি গরু পুরে ছাই,, তিনটি গরু পুড়ে যাওয়াসহ অন্যান্য মালামাল পুড়ে যায়। এতে তার প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রমজান মিয়া বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পন্ন মিথ্যা ও বানোয়াট। তাছাড়া আমাদের জমি আমরাই রোপন করেছি।

মদন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাঈম মো: নাহিদ হাসান জানান, এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যাযনি। অভিযোগ পেলে প্রযোজনীয় ব্যবস্থা নেয়া হবে।