নওগাঁয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ রাসেলের বাড়িতে হামলা
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার কশব ইউনিয়নের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদ রাসেলের বাড়িতে গতকাল দিবাগত রাতে ও সোমবার সকাল ৮ টায় এই হামলার ঘটনা ঘটেছে।
নিহত শহীদ রাসেলের পিতা মোঃ পিন্টু রহমান জানান,পূর্ব শত্রুতার যের ধরে একই গ্রামের প্রতিবেশী রফাতুল্যা মন্ডলের সন্ত্রাসী বাহিনীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাড়িতে দুই দফায় হামলা চালায়।
এ ঘটনায় নিহত শহীদ রাসেলের পিতা মোঃ পিন্টু রহমান মান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। হামলার পর থেকেই আতঙ্ক বিরাজ করছে ঐ পরিবারের।
এ বিষয়ে অভিযুক্ত রফাতুল্লাহ মন্ডলের সাথে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও তাকে না পাওয়ায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
শহীদ রাসেলের বাড়িতে হামলার ঘটনায় মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুনছুর রহমান জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ রাসেল এর বাসায় রবিবার রাতে ও সোমবার সকালে হামলা চালায় অভিযুক্তরা। তিনি জানান ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং থানায় মামলার প্রস্তুতি চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন