রাঙ্গামাটিতে তৃতীয় লিঙ্গের শিলাকে গলা কেটে হত্যা

পিংকি আক্তার, (রাঙ্গামাটি): রাঙামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়াতে তৃতীয় লিঙ্গের শিলা নামে একজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার বেতবুনিয়া ইউনিয়নে নিজ বাসা থেকে তার গলাকাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শিলার বাবার বাড়ি চট্টগ্রামের হাটহাজারিতে বলে জানা গেছে। শিলা উপজেলার তৃতীয় লিঙ্গের লিডার হিসেবে পরিচিত ছিল।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিলা নামে এক তৃতীয় লিঙ্গের ব্যাক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। আমরা বেশ কিছু আলামত জব্দ করেছি।

তিনি বলেন, তার গলা ও পেটে ধারালো কিছু দিয়ে কাটার আলামত পাওয়া গেছে। প্রাথমিক তদন্ত ও আইনি কাজ শেষে তার লাশ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।