কুড়িগ্রামে জেলা শিশুশ্রম পরিবীক্ষন কমিটির ৬ষ্ঠ সভা
আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম : কুড়িগ্রামে জেলা শিশুশ্রম পরিবীক্ষন কমিটির ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়েছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের আয়োজনে দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কুড়িগ্রাম নুসরাত সুলতানা।
সভায় আঞ্চলিক কলকারখানা পরিদর্শক ইঞ্জিনিয়ার আল আমিন, আঞ্চলিক শ্রম অধিদপ্তর রংপুর এর উপ পরিচালক তুষার কান্তি রায়,কুড়ি
গ্রাম জেলা বিএনপি আহবায়ক মোস্তাফিজার রহমান,জেলা তথ্য অফিসার মোঃ শাজাহান আলী,কুড়িগ্রাম টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য সচিব আশরাফুল হক রুবেল,কুড়িগ্রাম মটর মালিক সমিতির সহ সভাপতি মিজানুর রহমান পিন্টু,ইটভাটা মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফাসহ কলকারখানার মালিক ও মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল সাধারণ সম্পাদক হোটেল রেস্তরা মালিক সমিতি কুড়িগ্রাম সহ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
সভায় জানানো হয় ৮ টি সেক্টরে শিশুশ্রম বন্ধ ঘোষনা ও ৪৩টি ঝুঁকিপূর্ন সেক্টর ঘোষনা করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন