শেরপুরে ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি বাস্তবায়ন ও স্মারকলিপি প্রদান
শেখ হাসিনার শাসনামলে শেরপুর সরকারি কলেজের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সব সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে কলেজে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি বাস্তবায়ন ও স্মারকলিপি প্রদান করেছেন শেরপুর সরকারি কলেজ ছাত্রদল।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুর সরকারি কলেজ চত্বরে এক র্যালির শেষে কলেজের অধ্যক্ষের বরবার স্মারকলিপি প্রেরণ করে ছাত্রদলের নেতাকর্মীরা ৷
এসময় কলেজের অধ্যক্ষের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আনোয়ার হোসেন ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর উত্তম কুমার নন্দী ৷
র্যালির শেষে কলেজের বটচত্বরে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জল, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা ইমরুল কায়েস রিয়াদ, থানা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শারদুল ইসলাম মুরাদ ৷
অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শামীম, আঃ আজিজসহ অন্যান্য নেতাকর্মীরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন